একটি জাতির শিক্ষার মূল ভিত্তি হচ্ছে, প্রাথমিক শিক্ষা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার দেশকে উন্নত আধুনিক শিক্ষার উন্নয়নে যে অবদান রাখছেন,তা দৃশ্যমান। গতকাল গলাচিপা উপজেলার সকল প্রাথমিক স্কুলের, প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নের উপর উপজেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে এস এম শাহজাদা (এমপি) এ কথা বলেন। গলাচিপা উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে, উপজেলা পরিষদ হল রুমে, সকাল দশটায় উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ গলাচিপা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, গলাচিপা থানার সুদক্ষ, অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিলটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু তপন কুমার বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ফিরোজ আলম প্রমুখ। অনুষ্ঠানে বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, এবং সঞ্চালনায় দায়িত্ব পালন করে গলাচিপা মডেল স্কুলের শিক্ষিকা নুসরাত জাহান আনা। শিক্ষার মান উন্নয়নে অফিসার্স ইনচার্জ বলেন, সুষ্ঠু উন্নত পদ্ধতিতে পাঠদান, নিয়মিত সুষ্টভাবে, শ্রেণিকক্ষে, মানসম্মত আধুনিক সময়োপযোগী যথাযথভাবে নিয়মিত পাঠদানই বা শিক্ষাদানই পারে, শিক্ষার্থীদের প্রাপ্তি ।যেখানে শিক্ষকদের সন্তুষ্টি হবে মর্যাদার। কথাটা সকলেই মানসিকভাবে গ্রহণ করে এবং তাকে ধন্যবাদ জানায়।