পটুয়াখালী জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। ১৯ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এর নির্দেশনায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম সজল। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের টিআই মোঃ ফয়সাল আহমেদ, রহমত মিয়া, মোঃ হাবিবুর রহমান, বিজন সরকার, সার্জেন্ট মোঃ আল আমিন, মোঃ রিয়াজ,মেহেদী হাসান ও এ টিএসআই সাইদসহ পুলিশের অন্যান্য নের্তৃবৃন্দ। এই লিফলেটের সচেতনতায় ছিল চলন্ত গাড়ীতে উঠানামা থেকে বিরত থাকা, ঝুকি নিয়ে গাড়ীতে ভ্রমণ না করা, বাসের ছাদে বাম্পারে পাদানিতে ভ্রমণ না করা, ভ্রমণ কালীল সময়ে অপরিচিত কারো নিকট থেকে কিছু না খাওয়া, ব্যাক্তগত জিনিস পত্র নিজ দায়িত্বে রাখা, মলম ও অজ্ঞান পার্টি হতে সাবধানে থাকা, গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলা, ঘন ঘন লেন পরিবর্তন না করা, অযথা ওভারটেকিং না করা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী না নেওয়া, যত্রতত্র যাত্রী উঠা নামা না করা,ক্লান্ত ও অসুস্থ শরীর নিয়ে ড্রাইভিং না করা, ড্রাইভাদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, লংরুটে দুইজন ড্রাইভার রাখা, গাড়ির সকল কাগজপত্র গাড়ীতে রাখা ও গাড়ি চলা অবস্থায় মোবাইল ফোনে কথা না বলাসহ সকল ধরনের নিয়ম কানুন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।