মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিমের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা দায়ের প্রতিবাদের মানববন্ধন করা হয়েছে। রোববার (৩০ অক্টোবর) বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে বারইয়ারহাট পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রায় অর্ধ শতাধিক সংগঠনসহ এলাকার শতশত মানুষ অংশ নেয়। রেজাউল করিম খোকন বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায?িত্ব পালন করছেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ অক্টোবর সরকারি কাজের মাটির ভরাটের জন্য ফেনী নদী থেকে বালু উত্তোলন কার্যক্রম পরিদর্শনে গেলে সোনাগাজীর কলমিরচর এলাকায় সন্ত্রাসীরা মেয়র রেজাউল করিমের উপর গুলি চালায়। এরজন্য বক্তারা ফেনী জেলার ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপনকে দায়ী করেন। বর্তমানে গুলিবিদ্ধ মেয়র রেজাউল করিম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার ঘটনায় মামলাদায়ের করা হলেও পুলিশ হামলার হুকুমদাতা মজিবুল হক রিপনকে গ্রেপ্তার না করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানান। এদিকে হামলার ঘটনায় রিপনের পক্ষ থেকে উল্টো মেয়র রেজাউল করিমসহ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন বক্তারা। মানববন্ধনে বারইয়াহাট পৌরসভা আওয়ামীলীগ ছাড়াও পৌর ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, বারইয়ারহাট বনিক সমিতি, হোটল ব্যবসায়ী সামিতি, মাছ ব্যবসায়ী সমিতি, কাঠ ব্যবসায়ী সমিতি, হিংগুলী ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ অর্ধ শতাধিক সংগঠন অংশ নেন। মানববন্ধনে বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন দিদার, বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন, চেয়ারম্যান রেজাউল করিম, চেয়ারম্যান নুরুল মোস্তফা প্রমুখ।