‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালেদুর, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ, অধ্যক্ষ লিয়াকত হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান, ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, বোয়ালমারী থানা উপ-পরিদর্শক (এসআই) মো. ছরোয়ার হোসেন, বোয়ালমারী জর্জ একাডেমীর সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। আগামী ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।