চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৬ বোতল ভারতীয় মদসহ ১ জন আসামী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন চিনকিরহাট বাজারস্থ আজমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের আব্দুল মজিদের পুত্র আব্দুল্লা আল নোমান(১৭)কে আটক করে। আটককৃত আসামি হতে ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপর এক জন আসামী পালিয়ে যায়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করা হয়েছে। এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।