ফরিদপুরের বোয়ালমারীতে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদন কলাকৌশল প্রযুক্তি নিয়ে দিনব্যাপী পাটবীজ চাষী প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব এনায়েত উল্লাহ খান ইউছফ জী। আরও বক্তব্য রাখেন শস্য সংরক্ষণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (এডিডি) মো. রাকিবুল ইসলাম, ফরিদপুর পাট অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ডিএই) ড. মজিবর রহমান, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ শরিফুল ইসলাম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুন আমিন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান, প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ প্রমুখ।