ফরিদপুরের ভাঙ্গায় নৈশকোচ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থানে ৪ বাস যাত্রী নিহত হয়েছেন বলে জানাগেছে। রোববার (৬ নভেম্বর) ভোররাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মাধবপুর বাস¯ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ১০ যাত্রী গুরুতর আহত হন। নিহতরা হলেন, মেরিনা আক্তার(৩২), জুনায়েদ(৩), হুমায়ূন কবির(৪৮) ও আঃ রউফ হাওলাদার(৫০)। নিহতদের সকলের বাড়ি বরিশালের বিভিন্ন এলাকায়। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহানুর রহমান জানান, ঢাকা থেকে ঝালকাঠির দিকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৪৮০৬) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। তিনি বলেন, খবর পেয়ে আমরা নিহতদের উদ্ধার করি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। দূর্ঘটনার পর বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে রোববার সকালে নগরকান্দার কালিয়ার মোড় বিশ্বরোড নামকস্থানে রাস্তা পারাপারের সময় নাউডুবি গ্রামের আলতাফ মাতুব্বরের ছেলে নিছু মাতুব্বর(৪৫) নামের এক ব্যাক্তিকে বাস চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনা স্থানেই নিছুর মৃত্যু হয় বলে এলাকাবাসী জানান।