রবিবার, ২৬ মে ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম ::
জনসংখ্যা বৃদ্ধির হারের নিচে নেমে গেছে চালের উৎপাদন প্রবৃদ্ধি উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরলেন আব্বাস ডিসি-ইউএনওদের দামি গাড়ি দেয়ার সিদ্ধান্ত রাষ্ট্রীয় অর্থের অপচয় : অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন সরকারের ক্ষমতার পেরেক যেকোনো সময় ভেঙে যাবে : রিজভী কুমিল্লায় ডা. আবু নাঈমের বাগানের কচুরিপানা দর্শনার্থীকে বিমোহিত করে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা নেই: ওবায়দুল কাদের সরকারি চাকরি নিয়ে এখন সামাজিকমাধ্যমে ট্রল হয়: শিক্ষামন্ত্রী ত্রিভুজ-চতুর্ভুজ বাদ: নতুন কারিকুলামে ৭ ধাপে মূল্যায়ন, সবচেয়ে ভালো ‘অনন্য’ কুমিল্লার দৌলতপুরেই ১৬০টি গান ও ১২০টি কবিতা লিখেছেন কবি নজরুল

দেশে টাকার সংকট রয়েছে, ডলারের নয়: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা ডলার ব্যবহার করি না। টাকা থাকলে ডলার হয়। বাংলাদেশে টাকার সংকট রয়েছে ডলারের নয়।
গতকাল রোববার (৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চাল-ডাল, গরু-ছাগল, আম যত বেশি উৎপাদন করবো সেগুলো বিক্রি করে টাকা পাবো। আর ডলার তখন লাগে যখন আমরা বিদেশ থেকে কিছু দেশে আনতে চাই। ফলে ডলারের কোনো সংকট নেই। টানাটানি আছে এ মুহূর্তে। সেটা আগামীতে কমে যাবে। তবে আমাদের দেশে উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, কথা একটাই ঘরে বসে সাহেবগিরি করা চলবে না। করে কাজ না করে বসে থাকলে এ মানুষ দিয়ে দেশের কোনো পায়দা নেই। যিনি সকালে ঘুম থেকে উঠে মাঠে চলে যান তিনি প্রকৃত হিরো। এসময় সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও শান্তিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com