চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। সভায় আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেন এমপি রুহুল। প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করেন রাষ্ট্র নায়ক শেখ হাসিনা। তাই সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়ের প্রতীক নৌকাকে আমাদের বার বার ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, উন্নয়নে স্বার্থে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে করে কোন ষড়যন্ত্র উন্নয়নের বাঁধা হতে না পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এই দেশটাতে সোনার বাংলা হিসেবে গড়ে তোলবেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। এমপি রুহুল বলেন, আসন্ন ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তিনিই দলীয় প্রার্থী হবেন। ততক্ষণ পর্যন্ত যে যার যার মত প্রচারণা করবেন। কারো বিরুদ্ধে কেউ কোন অসাধু আচরণ করবেন না। শনিবার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছেংগারচর পৌর ০১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আমান উল্লাহ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, ০২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হক, ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, ০৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন প্রামানিক, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বেপারী, ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম আব্দুল হাই, ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক সাহ আলম, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিএম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র-১ আঃ মান্নান বেপারী, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান, সাবেক জেলা ছাত্রনেতা আল মাহমুদ টিটু মোল্লা, ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার’সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।