শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন

টাইগারদের পেস বোলিং কোচ আসছেন আজ সোমবার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে যাবে সপ্তাহ দুয়েক পরই। ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানের দেয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বর টাইগারদের অনুশীলন শুরু।
বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরো কোচিং স্টাফে একজনও বাংলাদেশিও নেই। হেড কোচ থেকে শুরু করে ব্যাটিং, বোলিং (পেস-স্পিন), ফিল্ডিং কোচ, ফিজিও, ট্রেনার, কম্পিউটার এনালিস্ট পর্যন্ত সবাই ভিনদেশি। করেনাকালীন সময়ে ভিনদেশ থেকে আসা মানেই দুই সপ্তাহ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকা। সে কারণেই শ্রীলঙ্কাগামী জাতীয় দলের অনুশীলন শুরুর অন্তত ১৫-১৬ দিন আগে রাজধানীতে আসা শুরু হচ্ছে জাতীয় দলের বিদেশি কোচদের।
গতকাল রোববার রাত থেকেই বাংলাদেশের বিদেশি কোচরা রাজধানীতে এসে পৌঁছাবেন। রোববার রাতে ঢাকা এসে পৌঁছাবেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুক। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় অ্যামির‌্যাটসের ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা। এদিকে রাতটুকু পার হতেই চলে আসবেন আরেক ভিনদেশি কোচ ওটিস গিবসন। জাতীয় দলের এ ক্যারিবীয় পেস বোলিং কোচ ঢাকায় পা রাখবেন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫০ মিনিটে রাজধানীতে এসে পৌঁছাবেন টাইগারদের এ ক্যারিবীয় পেস বোলিং কোচ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com