বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। শেষ পর্যন্ত এটির জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করেন ডেইজি। এতে দেখা যায়, এই অভিনেত্রীর হাতে খালেদ হোসেইনির ‘অ্যা থাউজ্যান্ড স্প্লেনডিড সানস’ বই এবং প্রাণ খুলে হাসছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হাসছি, কারণ এটি কাজে দেয়।’
কিন্তু ছবিটি পোস্ট করার পরেই নেটিজেনদের তোপের মুখে পড়েন ডেইজি। কারণ তিনি যে বইটি হাতে রেখেছেন সেটির গল্প একটি মেয়েকে নিয়ে। এতে মেয়েটির নানা দুঃখ কষ্ট তুলে ধরা হয়েছে। এমন একটি গল্প পড়তে গিয়ে ডেইজি কেন হাসছেন তা মোটেও মেনে নিতে পারেননি নেটিজেনরা। তবে ছবিটি তোলা ও পোস্ট করার কারণ ব্যাখ্যা করে ক্ষমা চান ডেইজি। টুইটারে তিনি লিখেছেন, ‘ক্যামেরার পেছনের এক বন্ধুর কৌতুক শুনে তখন হাসছিলাম। বইয়ের কোনো বিষয়ে নয়। ছবিটি পোস্ট করা হয়েছে কারণ এটি ক্যানডিড ছিল এবং এতে হাসি ও উৎফুল্লতার দিকেই নজর দেওয়া হয়েছে। আমি বইটির মাত্র চার থেকে পাঁচ পৃষ্ঠা পড়েছি। এর ভেতরের বিষয়বস্তু এখনো জানি না। এখন থেকে সতর্ক থাকব, দুঃখিত।’ তিনি আরো লিখেছেন, ‘ক্ষমা চাওয়াতে কোনো লজ্জা নেই। কিন্তু যদি কেউ ইগোকে প্রাধান্য দেয় এটি তাদের ব্যাপার। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক। এই বিষয় এখানেই শেষ কারণ আমি বইটি পড়েছি এবং ব্যথা অনুভব করেছি। এছাড়া কোনো চিন্তা ভাবনা ছাড়া একটি ছবি কী ধরনের আলোড়ন সৃষ্টি করতে করতে পারে তাও বুঝতে পেরেছি।’ পরবর্তী সময়ে টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে ফেলেছেন ডেইজি শাহ।