মুন্সিগঞ্জের গজারিয়ায় টেঙারচর ইউনিয়নে টেঙারচর গ্রামের বাহাউদ্দীন এর বাড়ি হইতে হাজি ফজলুল হকের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন টেঙারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি। শনিবার দুপুরে টেঙারচর ইউনিয়নে ১নং ওয়ার্ডে ৬০০ ফুট কাচা রাস্তার সংস্করণ রাস্তা উদ্বোধন করা হয়। এসময় টেঙারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি বলেন উপজেলা পরিষদের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প সভাপতি কুদ্দুস মেম্বার, সদস্য সচিব রুমি বেগম, নাসিম মিয়া, পনির মেম্বার, সফিকুল ইসলাম আরমান ইউপি সদস্য আল-আমীনসহ অনেকে।