কুমিল্লার দাউদকান্দিতে অনাবাদী ও পতিত জমিতে পারিবারিক পুষ্ঠি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ফলজ চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলা প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অফিসের উদ?্যােগে এ সব চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ বিপুল হোসেন কৃষকদের হাতে চারা তুলে দেন। তিনি জানান, দাউদকান্দি উপজেলায় প্রতি ইঞ্চি অনাবাদী জমিতে ফলজ চারা রোপনের উদ্দেশ্যে উপজেলার তিনশত আটাশ জন কৃষকের প্রর্দশনী পুষ্টি বাগানের জন্য প্রায় দুই হাজার চারা বিতরণ করা হয়েছ। চারার মধ্যে আছে, মাল্টা, পেয়ারা, লেবু, আমরুপালী, বাড়িচার আম, থাইজাম্বুরাসহ বিভিন্ন ফলজ চারা। এর সাথে উপকরণ হিসেবে কৃষকদের আরও বিতরণ করা হয়েছে,জনপ্রতি ২৬ প্রকার বীজ, সার, ঝাঝড়ীসহ নানা উপকরণ যোগ করেন কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন। চারা ও উপকরণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিত্ত কৃষি কর্মকর্তা পাভেল খান উপসহকারী কৃষি কর্মকর্তা, মনির উজ জামান হৃদয়সহ অনেকেই।