ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন(এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরন শীর্ষক প্রকল্পের আওতায় উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ২৩ নভেম্বর ২০২২ মঙ্গলবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে ন্যাশনাল প্রেডাকটিভিটি অর্গানাইজেশন, শিল্প মন্ত্রণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত সভায় নসিব পটুয়াখালীর উপপরিচালক কাজী হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালে বক্তব্য রাখেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এনপিও শিল্পী মন্ত্রণালয়ে মুহম্মদ মেসবাহুলআলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, বিসিক পটুয়াখালী সহকারী মহাপরিচালক মোঃ আল আমিন, মোহাম্মদ রায়হান আলী ও ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম। মুল প্রবন্ধ উপস্থাপক শিল্প মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা রিপন সাহা।