প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সাবেক সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারের সাথে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন শেখ, ফরিদ আহম্মেদ, খায়রুল ইসলাম রিপন, হাজী কামাল হোসেন, শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম তুহিন বক্তব্য রাখেন। মতবিনিময় সভার আগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকারকে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এক টুকরো আবাদ যোগ্য জমিও অনাবাদি রাখা যাবে না। আমাদের সকলের কৃষির উপরে জোর দিতে হবে।