শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

সরিষাবাড়ীতে নদীতে ধসে যাওয়া ব্রীজ আবারও নির্মাণের দাবীতে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীর উপর নির্মিত ব্রীজ ধসে যাওয়া ব্রীজ পুন: নির্মান/সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর ঝিনাই নদীর ব্রীজ এলাকায় সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে এক সমাবেশে কামরাবাদ ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব তালেব উদ্দিন সভাপতিত্ব করেন।এ সময় কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম,উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বিশিষ্ট ব্যাসায়ী জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার দেশের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।ওই উন্নয়নের ধারাাহিকতায় উপজেলার সাথে ২৩টি গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে“আমাদের প্রাণের দাবী” অনতিবিলম্বে ঝিনাই নদীর উপর নির্মিত শুয়াকৈর ব্রীজটি পুন: নির্মান/সংস্কারের জন্য সংøিশ্লষ্ট উর্ধবতন কতৃপক্ষ সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আশুদৃষ্টি কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com