সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

২২ কোটি টাকার ওষুধে জিন থেরাপি: কেমন আছে রায়হান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

জন্মের পর অন্য দশটি শিশুর মতো রায়হানের বিকাশ ঘটেনি। শারিরীরক নানা প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় চিকিৎসকের শরনাপন্ন হয় তার পরিবার। পরীক্ষা নিরীক্ষার পর রায়হানের দেহে স্পাইনাল মাসকুলার এ ট্রফি নামের বিরল ও জটিল স্নায়ু রোগ ধরা পড়ে। এ জটিল রোগের চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় রায়হানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার। তবে লটারিতে এ রোগের ২২ কোটি টাকা মূল্যের ইনজেকশন পেয়ে অন্ধকারে আলোর দেখা পান তারা। মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের রফিক-রিনা দম্পতির সন্তান রায়হান। জন্মের পর স্বাভাবিক শিশুদের মতো রায়হানের বিকাশ না ঘটায় এ দম্পতি চিকিৎসকের শরণাপন্ন হন।
রায়হানের বাবা রফিক সৌদি আরবে শ্রমিকের কাজ করেন। জীবিকার তাগিদে তাকে সেখানে চলে যেতে হয়। তবে দমে না গিয়ে রায়হানের মা রিনা আক্তার ও দাদি রোয়েকা বেগম রায়হানের চিকিৎসার জন্য চেষ্টা করতে থাকেন। চিকিৎসকদের পরামর্শে তারা স্পাইনাল মাসকুলার এট্রফি রোগের ওষুধ বিনামূল্যে পেতে লটারির সব প্রক্রিয়া সম্পন্ন করেন। ৬ মাস পর লটারির ফলাফলে রায়হানের জিন থেরাপরি জন্য ২২ কোটি টাকার ইনজেকশন পাওয়া যায়। গত ২৫ অক্টোবর দেশে প্রথমবারের মতো দুরারোগ্য স্নায়ুরোগ স্পাইনাল মাস্কুলার এট্রফি (এসএমএ) রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় জিন থেরাপি। জন্মগত এই রোগের চিকিৎসায় বাংলাদেশে প্রথম কোনো শিশুকে জিন থেরাপি প্রয়োগ করা হয়। এর মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের নতুন মাইলফলক স্পর্শ করলো ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল।
সংশ্লিষ্টরা এটিকে চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন বললেও খরচ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এই চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনের মূল্য ২২ কোটি টাকার বেশি। এটি যুক্তরাষ্ট্রের সহায়তায় বিনামূল্যে রায়হানকে প্রয়োগ করা হয়েছে। সরেজমিনে রায়হানদের বাড়িতে গিয়ে দেখা গেছে, দুই বছর বয়সী রায়হান নানা রকম খেলনা দিয়ে খেলছে। খেলার ফাঁকে ফাঁকে টিভি দেখছিল সে। মা ও দাদির কোলে বাড়ির উঠোনে ঘুরে বেড়াতে দেখা গেলো তাকে। দাদির সাথে নানা আবদারে মেতে থাকে সব সময়।
রায়হানের দাদি রোকেয়া বেগম বলেন, ‘জীবিকার প্রয়োজনে আয় উপার্জন করতে রায়হানের বাবা সৌদিতে রয়েছেন। রায়হানকে নিয়ে বেশিরভাগ সময় আমাদেরকেই দৌঁড়ঝাপ করতে হয়েছে। তবে চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে লটারিতে অংশগ্রহণ করতে পারতেন না। সব প্রক্রিয়া চিকিৎসকরা সম্পন্ন করে দিয়েছেন। আল্লাহর রহমতে লটারি মিলে যাওয়ায় রায়হানের চিকিৎসা করা সম্ভব হচ্ছে। না হলে এতো টাকা জোগাড় করা আমাদের মতো পরিবারের পক্ষে সম্ভব হতো না।’
রায়হানের মা রিনা আক্তার এ প্রতিবদেককে বলেন, ‘রায়হানের এ অসুখ হওয়ার পর একটা দিনও ঠিকমতো ঘুমাতে পারিনি। কি করবো কোথায় যাবো ,এতো টাকা কোথায় পাবো তা নিয়ে সারাদিন রাত দুশ্চিন্তায় থাকতাম। লটারিতে ওষুধগুলো পাওয়ার পর রায়হানের চিকিৎসা শুরু হয়েছে। সবগুলো ইকজেকশন দেওয়া শেষ হয়েছে। এখন চিকিৎসকদের পরামর্শে বাকি চিকিৎসা চলছে। প্রতিদিন নিয়ম করে ওষুধ সেবন ও সেই সঙ্গে মাসে একবার নিউরোসইন্স হাসপাতালে থেরাপি চলছে।’ তিনি আরো বলেন, ‘ইনজেকশন পুশ করার আগে রায়হান ঠিকমতো বসতে বা খেলতে পারতো না। এখন বসতে পারে খেলতে পারে। আগের চেয়ে অনেক বিষয় এখন স্বাভাবিক হচ্ছে। রায়হান সুস্থভাবে বেঁচে থেকে মানুষের মতো মানুষ হবে এটিই আমাদের স্বপ্ন।’
স্থানীয়রা জানান, ‘এক বছর বয়স হয়ে গেলেও রায়হান স্বাভাবিক শিশুদের মতো উঠাবসা করতো না। তখন থেকেই তার পরিবার চিকিৎসকদের শরণাপন্ন হন। তবে ওর শরীরিক পরিস্থিতির তেমন কোনো উন্নতি হচ্ছিলো না। জিন থেরাপির ইনজেকশনগুলো দেওয়ার পর থেকে স্বাভাবিক হচ্ছে রায়হান।’
চিকিৎসকরা জানান, স্পাইনাল মাসকুলার এট্রফি একটি বিরল ও জটিল স্নায়ু রোগ যা জন্মগতভাবে মানবদেহে থাকে। জিনগত ত্রুটির কারণে এটা হয়ে থাকে। এ রোগে আক্রান্ত শিশুদের মাংসপেশি ক্রমাগত দুর্বল হতে থাকে। যার ফলে এ রোগে আক্রান্ত শিশুরা বসতে বা দাঁড়াতে পারে না। তবে তাদের বুদ্ধিমত্তা ঠিক থাকে।
তারা আরো জানান, এই রোগের জিন থেরাপি চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনের মূল্য ২২ কোটি টাকার বেশি। তবে নিউরোসায়েন্স হাসপাতালকে এটি বিনামূল্যে প্রদান করেছে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের নোভার্টিস কোম্পানি। এই ইনজেকশন আমেরিকায় বাজারজাত করা হয়। উন্নত বিশ্বের দেশগুলো এই ওষুধ ক্রয় করে থাকে। যারা দরিদ্র রাষ্ট্র তাদের দেশে এই ওষুধ বিনামূল্যে সীমিত সংখ্যক পাঠানোর জন্য লটারি পদ্ধতি বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই লটারিতেই বাংলাদেশের অত্যাধুনিক বিশেষায়িত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের শিশু নিউরোলজি বিভাগ অংশগ্রহণ করে। আক্রান্ত কয়েক জন শিশুর শরীরের রক্ত ও চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রতিবেদন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। লটারিতে সৌভাগ্যবান রায়হানকে নির্বাচিত করা হয়। এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রায়হানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রায়হান ইনজেকশন নেওয়ার পর থেকে অনেকটা ভালো আছে। তার কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা সাধ্যমতো চেষ্টা করবো। -রাইজিংবিডি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com