নীলফামারীর ডোমারে শহীদ জননী জাহানারা ইমাম এর শ্বশুরালয় ও শহীদ রুমি’র পিত্রালয়ে বিজয় তিথি উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া বসুনিয়া পাড়ায় শহীদ জননী জাহানারা ইমাম এর শ্বশুরালয় ও শহীদ রুমি’র পিত্রালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনবাংলা উত্তরবঙ্গ বাংলাদেশ। ডোমার পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তিন বাংলার গ্লোবাল প্রেসিডেন্ট কবি ও সাহিত্যিক সালেম সুলেরী। বিশেষ অতিথি হিসাবে, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সংগীত শিল্পী সহিদুল সরকার, মন্নুজান ঝর্না, রকিব হাসান, মতিয়ার রহমান, নাজনিন আহসান, ইউনিয়ন আ’লীগের সভাপতি শহীদ আহমেদ শান্তু, সমাজ কর্মী সিফাত করিম প্রমূখ বক্তব্য রাখেন। উল্লেখ্য- ১৯৪৮ সালে খাটুরিয়া গ্রামের প্রকৌশলী শরীফ ইমামের সাথে শহীদ জননী জাহানার ইমামের বিয়ে হয় এবং ১৯৭১ সালে মৃত্যু বরণ করেন। তাদের দুই সন্তান জামি ও রুমি, জামি বর্তমানে আমেরিকা প্রবাসী এবং শহীদ রুমি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। তাদের স্মৃতিকে ধরে রাখতে পরিবারের পক্ষথেকে নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে বলে বক্তাগণ জানান।