ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মহেশপুর থানার নবাগত ওসি খন্দকার শামীম উদ্দিন। শনিবার বিকাল ৪টায় মহেশপুর প্রেসক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তিনি উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিলন, কোষাধ্যক্ষ আতিউর রহমান, দপ্তর সম্পাদক দাউদ হোসেন, প্রচার সম্পাদক আনওয়ারুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম খাঁন জনি প্রমুখ।