ময়মনসিংহের নান্দাইলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে নান্দাইল উপজেলা প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নান্দাইল হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টায় নান্দাইল বাজারস্থ সৃষ্টি শিশু শিক্ষালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির। পরে নান্দাইল হানাদার মুক্ত করার ইতিহাস সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় মুক্তিযুদ্ধ কালীন ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি দ্যা সাউথ এশিয়ান টাইমস ও দৈনিক সংবাদ সারাবেলা’র ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. আজিজুর রহমান ভূঁঞা বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলোকিত বাংলাদেশ এর নান্দাইল প্রতিনিধি শামছুজ্জামান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মাজাহারুল হক ফকির, বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাশিদ মাষ্টার, সহ-সভাপতি প্রভাষক খায়রুল আলম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক জাহিদুল আলম, আশরাফুল আলম জালাল মাষ্টার, অর্থ সম্পাদক দৈনিক খবরপত্র এর নান্দাইল প্রতিনিধি আল-আমিন কাজল, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুল হাসান জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য- ১১ই ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে নান্দাইল হানাদার মুক্ত হয়েছিল। তাই এই দিনটিকে স্বরণ রাখতে ২০১৫ সালে এই দিনে নান্দাইল উপজেলা প্রেসক্লাব নামে সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়।