ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৈলাশপুর গ্রামের মাঠে সাধন কুন্ডুর ৩ বিঘা পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। খরব পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ৩ বিঘা জমির পানের বরজ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী কৈলাশপুর গ্রামের হারুন ও ইমান আলী জানান, ঘটনার দিন সাধন কুন্ডুর পানের বরজ থেকে ধোয়া ও আগুন বের হতে থাকে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্থ পানচাষী সাধন কুন্ডু বলেন, আমার একমাত্র অবলম্বন পুড়ে ছাই হয়ে গেছে। এই বরজের উপর আমি নির্ভরশীল। গত আম্পান ঝড়ে আমার পানের বরজ সব নষ্ট হয়ে গিয়েছিল বহু কষ্টে আবার তিন বিঘা পান বরজ তৈরী করি তাও এবার পুড়ে ছাই হয়ে গেল। এতে তার প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে কৃষক দাবি করেন। তিনি জানান, কারো সাথে তার কোন শত্রুতা না থাকায় কিভাবে আগুন লাগলো তা তিনি ধারণা করতে পারছেন না। মহেশপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বাকি বিল্লাহ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, এখানে ৩ বিঘা পানের বরজ পুড়ে যাওয়ায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।