বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন

গলাচিপায় শিক্ষার উন্নয়নে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের সমাবেশ

মু. খালিদ হোসেন মিলটন (গলাচিপা) পটুয়াখালী:
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

শিক্ষার মূল স্তম্ভ (খুঁটি) হল প্রাথমিক শিক্ষা। আগামী প্রজন্মকে, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় কোমলমতি শিক্ষার্থীদের, সুশিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি সহ দেশ প্রেম, নৈতিকতা সহ স্কুলের সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে, উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, গতকাল উপজেলা অফিসার্স ক্লাবে, সকাল দশটায় প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসারের সমন্বয়ে নানাবিধ বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সুদক্ষ শিক্ষা অফিসার, মীর রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, দীপশিখা জয়ান্তী, মো. কামাল হোসেন প্রমুখ। সভায় শিক্ষার উন্নয়ন এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে জাতির জনকের সোনার বাংলাকে বিশ্বে এগিয়ে নেওয়ার জন্য এবং সকলকে দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষাকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন, গলাচিপা সরকারি মডেল প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মো. কাসেম, পল্লী উন্নয়ন সরকারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন মিয়া টিপু প্রমুখ। সভায় সভাপতি, সরকারের বিভিন্ন নির্দেশনা, কর্তব্য এবং স্কুলের পরিবেশ সহ, নানাবিদ সমস্যা, পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে শিক্ষা অফিসার ও সভাপতি মীর রেজাউল ইসলাম এ কথা বলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com