একবার নয় দুইবার নয় কয়েকবার এবার আবার ও বন্যায় নীরফামারী জলঢাকার তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে ঢেকে গেছে আমন ধানের খেত। এতে নষ্ট হয়ে যাচ্ছে প্রায় কয়েক হাজার একর জমির ফসল। ফলে ব্যাপক ক্ষতির সম্হমুখহীন হতে হচ্ছে কৃষকদের। বুধবার তিস্তার পার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েকদিন আগে সবুজের সমারোহে ভরা আমন ধানের খেত গুলো পানির নিচে তলিয়ে গেছে। শৌলমারী ইউনিয়নের তিস্তার পারের বাসিন্দা আলমের ৭৫ শতক, শাহিনের ৫৫ শতক, বকুলের ৬০ শতক, ডাউয়াবারী রমজান ৫৮ শতক, আলীর ৪৫ শতক, জিয়ার ৫৮ শতক, কৈমারী জাহাঙ্গীরের ৭০ শতক, বাবুর ৬৫ শতক, রমজানের ৩৯ শতক, সামছুলের ৪৮ শতক সহ আরো অনেকের ধান খেত নষ্ট হয়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে জানা যায়। বর্তমানে ধানের চারা না থাকায় আমরা নতুন করে চারা রোপণ করতে পারছি না। শৌলমারী তিস্তার পারের বাসিন্দা আলম বলেন বাধ এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হওয়ার কারনে পানির গতিপথ পরিবর্তন হওয়ায় তিস্তার পারের বাসিন্দাদের ব্যাপক ক্ষতি হয়েছে। কেউ চারার ব্যাবস্থা করেন নি। উপজেলা কৃষি অফিসার শাহ মুহাম্মদ মাহফুজুল হক জানান আমি শুনেছি,তবে খবর নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যাবস্থা নিব বলে ব্যক্ত করেন।