সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি ও এডভোকেট হনুফা আক্তার রিক্তার নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে বিজয়-৭১ উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে ৩৫জন বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ আ’লীগ নেতাদের সম্মাননা প্রদান, নৌকা মার্কা সম্বলিত ৩’শ মাপলার নেতা-কর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক মফিজুর রহমান। বীর মুক্তিযোদ্ধা মাষ্টার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সোহাগ মাহমুদ, উপজেলা যুবলীগ নেতা গোলাম গাউস দেলোয়ার, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আর এসএম অপু, শুভপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবদুল মন্নান, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাবেক সাধারন সম্পাদক নাহিদ আদনান, শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নয়ন বাঙ্গালী, কুমিল্লা উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুব্রত রায়, বিজয় একাত্তরের সভাপতি মাষ্টার নুরে আলম, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম মঞ্জিল। শুভপুর ইউনিয়র স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবু ইউসুফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাসুদ রানা, শামীম আশ্রাফ, মোশারেফ হোসেন সোহাগ, আবদুল করিম, আবুল কালাম আজাদ টিপুসহ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ প্রায় তিন হাজার নেতাকর্মী।