বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

‘থাকবো ভালো রাখবো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে যথাযথ গুরুত্বের সাথে জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার, জামালপুর কারিগরী ও প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন খান, ইসলামিক ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক ওবায়দুল্লাহ আল মাসুম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রবাসী কর্মীর ১৬জন সন্তানের মাঝে দুই লাখ ৪০ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া বিপুল পরিমান রেমিটেন্স আনায় ইসলামিক ব্যাংক এবং সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে প্রবাসী কর্মী হুমায়ুন কবীর ও সাজেদা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে জানা যায় ২০২১ সালে ৫ হাজার এবং ২০২২ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত ২২হাজার ১৪৪জন লোককে বৈধভাবে বিদেশে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com