বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

কোটালীপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, স্মার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার অগ্রগামী প্রতিবন্ধী বিদ্যালয়ের ২৬০জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার,স্মাার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছিকটীবাড়ি গ্রামে অবস্থিত অগ্রগামী প্রতিবন্ধী বিদ্যালয় চত্ত্বরে বসে বিদ্যালয়টির পক্ষ থেকে এ হুইল চেয়ার,স্মাার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার, ২জন শিক্ষার্থীর মাঝে স্মাার্ট ক্যান ও ২৫৪ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হুইল চেয়ার,স্মাার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, প্রফেসর কার্ত্তিক চন্দ্র বিশ^াস, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, সাবেক চেয়ারম্যান মাইকেল হিরোহিত বিশ^াস, অগ্রগামী প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক রুবি বিশ^াস বক্তব্য রাখেন। মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, যোগ্য পিতার যোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ্য মাতার যোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল। প্রধানমন্ত্রীর এই দু’সন্তান শুধু দেশ ও জাতির জন্য নয়, দেশের জনগনের জন্য নয়, পিছিয়ে পড়া মানুষদের জন্য নয়, এরা দু’জন সারা বিশে^ অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। সজীব ওয়াজেদ জয়ের আইসিটি ক্ষেত্রে বিশেষ অবদানের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে সারা বিশে^ সুনাম কুড়িয়েছেন। বর্তমান সরকার এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছেন। এখন আর এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পরিবার ও সমাজের বোঝা নয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com