বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

শাহজাদপুরে আশ্রায়ণ প্রকল্পের ঘর বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন

ওমর ফারুক (শাহজাদপুর) সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন শেষে তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। জানা গেছে, উপজেলার গাড়াদহ ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ৭টি ঘরের বিষয়ে উপকারভোগীদের সাথে আলোচনা করে জানা যায় তারা দারিদ্রতার কারণে অবৈধভাবে ঘরগুলো বিক্রি করে এবং তারা এর জন্য নিজেদেরকে অপরাধী। বলে শিকার করেন। এ ঘটনায় শাহজাদপুর উপজেলা নির্বাহী সাদিয়া আফরিন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্টে ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের উপস্থিতিতে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামাসহ উপকারভোগিদের মাঝে টাকা ফেরতের ব্যবস্থা করেন এবং ঘরগুলো তাঁর হেফাজতে রাখেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিঁনি আরও জানান অবৈধভাবে যারা ঘর ক্রয় করেছিলো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে এবং ঘরগুলো প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বিতরন করা হবে। আশ্রায়ন প্রকল্পের ঘর বিক্রির বিষয়ে সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এ বিষয়ে ব্যাবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছে সুধীমহল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com