শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

সিলেটে আইনজীবীদের মহানগর দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত

সিলেট ব্যুরো :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

এক আইনজীবী আদালতে স্বেচ্ছায় আত্বসমর্পন করে জামিন প্রার্থনা করেন। আদালত তা শুনানিতে আমলে না নেয়ায় তাৎক্ষনিক সভাকরে সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা দিয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতি। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির সভায় এমন ঘোষণা দেওয়া হয়।এতে সমিতির বর্তমান ও প্রাক্তণ সভাপতিগণ ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্ভব পরিস্থিতিতে আগামী রবিবার পর্যন্ত মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালত বর্জনের সিদ্ধান্তের কথা জানান। পরবর্তী করনীয় নির্ধারনের জন্য আগামী সোমবার সমিতির সাধারণ সভা আহবান করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালতে ত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আইনজীবী সালেহ আহমদ। সালেহ আহমদ বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী। তার মামলার ধার্য তারিখ ছিলো নভেম্বরে। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত নির্ধারিত তারিখে আসতে বলেন। এসময় সালেহ আহমদের পক্ষে আইনজীবী সমিতির নেতারাসহ সিনিয়র আইনজীবীরাও আদালতকে জামিন শুনানির অনুরোধ জানান। এতে আদালত রাজী না হওয়ায় আইজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এজালাসেই অনেকে ক্ষোভ প্রকাশ করেন। আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ এর সভাপতিত্বে এডভোকেট মাসুদুর রহমান খান মুন্নার পরিচালনায় সভায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট সমিউল আলম, আব্দুল গফুর, সারোয়ার আহমদ চৌধুরী আবদাল, এডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com