বিপিএলকে সামনে রেখে অনুশীলনে নেমেছে দলগুলো। পৌষের শীতেও ঘাম ঝরাচ্ছে ক্রিকেটাররা। দামামা তো আগেই বেজে উঠেছে, এবার শুরু হয়েছে লড়াইয়ের প্রস্তুতি। মাঠে নামার আগে ক্রিকেটাররা ঝালিয়ে নিচ্ছে নিজেদের। গতকাল সোমবার সকাল সকাল অনুশীলনে আসেন আফিফ-মৃত্যুঞ্জয়ের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। যদিও অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না অনুশীলনে। জানা গেছে, সম্প্রতি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে সাকিব ছুটি নিয়েছেন দুই দিনের। এদিকে চট্টগ্রাম টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে এসে প্রতিনিয়ত নতুন নতুন ক্রিকেটার যুক্ত করছে নিজেদের শিবিরে। গত কয়েক দিনে বেশ কয়েকজন দেশী-বিদেশী ক্রিকেটার দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। আজ তারা দলে ভিড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ অভিষেক মিত্রকে।
চট্টগ্রাম ও বরিশালের পর শিডিউল মেনে অনুশীলন করবে সিলেট সিক্সার্স, খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্ল তাদের অফিশিয়াল অনুশীলন শুরু করেছে গতকাল থেকেই। অন্যদিকে রংপুর রাইডার্স অনুশীলন করছে ফ্রাঞ্চাইজির নিজস্ব মালিকানাধীন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। দুই এক দিনের মাঝেই দলগুলো পেয়ে যাবে তাদের অধিকাংশ বিদেশি ক্রিকেটারদের। ইতোমধ্যে রওনা দিয়েছেন অধিকাংশরাই। তবে সঙ্কট দেখা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের নিয়ে। জানা গেছে, লঙ্কান ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিচ্ছে না তাদের ক্রিকেট বোর্ড। এদিকে বরাবরই নানা বিতর্ক আর বহুমুখী সঙ্কট সঙ্গী করেই আয়োজিত হয় বিপিএল। এবারো তার ব্যতিক্রম নয়, খেলা মাঠে গড়ানোর আগেই নানা সংকটের মুখোমুখি বিসিবি। যার একটি বিপিএলে ডিআরএস ব্যবস্থা করতে না পারা। তবে পাওয়া না পাওয়া অনেক সমীকরণ নিয়েই আগামী ৬ জানুয়ারী থেকে শুরু হবে বিপিএলের নবম আসর।