নীলফামারী জলঢাকার চরঞ্চলে ভুট্টা চাষে রঙ্গিন স্বপ্ন দেখছেন কৃষকরা। উপজেলার তিস্তার চরাঞ্চল সহ উপজেলার সর্বত্র এলাকায় এবার ভূট্টা চাষ করে সবুজে সমারোহ পরিনত হয়ে এক মনোরম দৃশ্যে পরিনত হয়েছে। তাই সবল ভুট্টা গাছে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সরেজমিনে দেখা যায়,উপজেলার চরের মাঠে সবুজ ভূট্টা গাছে ভরে উঠেছে। বাতাসে দোল খাচ্ছে ভূট্টার কচি কচি সবুজ পাতা।যেদিকে তাকাই দেখি সবুজ আর সবুজ। এ দৃশ্য দেখে যেকারো মন জুরিয়ে যাবে। এবিষয়ে কয়েকজন ভুট্টা চাষির সাথে কথা হলে তারা জানান, ধান, গম, তামাক, আলু চাষ এর চেয়ে ভুট্টা চাষে সীমিত খরচ এবং বাজারে দাম ভালো পাওয়ায় দিন দিন ভূট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন উপজেলার কৃষকরা। ডাউয়াবারী ইউনিয়নের চর ভরট এলাকার কৃষক রাসেল ইসলাম(৩৬) জানান, এই চর অঞ্চল ভুট্টা চাষের জন্য বর্তমানে খুবই উপযোগী এবং বিঘাপ্রতি ৪০ থেকে ৫০ মণ ভুট্টা পাওয়া সম্ভব।তাই তিনি ভুট্টা চাষ করেছেন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যসূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ২০০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। যার উৎপাদন ক্ষমতা প্রায় ২ হাজার ৬৭৭ মেট্রিক টন প্রদর্শনীয় দেওয়া আছে পঞ্চাশের অধিক কৃষকের মাঝে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, উপজেলার চরাঞ্চল সহ সকল ইউনিয়নে গত বছরের চেয়ে এবার ভুট্টা চাষাবাদ বেশি হয়েছে। আবহাওয়া অনূকুলে থাকলে এবার ভুট্টার বাম্পার ফলন হবে বলে তিনি মত প্রকাশ করেন। তাছাড়া ভুট্টার পাতা গো-খাদ্য, গাছ ও মোচা জ্বালানি হিসেবে ও ব্যবহার করা যায়।