বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

বুড়িচংয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঐতিহাসিক ঘোষণা দিবস উদযাপন

সৌরভ মাহমুদ হারুন বুড়িচংয়
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা

সোমবার বিকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৭১ টি বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারী করণে ঐতিহাসিক ঘোষণার দিবসকে আরো স্মরনীয় করে রাখার জন্য বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে বুড়িচং উপজেলায় দিবসটি পালন করে। দিবসের শুরুতে বুড়িচং উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে (ম্যুরালে) ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এতে প্রধান হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার,সহকারি কমিশনার (ভূমি)মোঃ ছামিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল খালেক। পরে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষক, শিক্ষিকা সমন্বয়ে একটি আনন্দ র?্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দিবসের তাৎপর্য্য নিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান ভূইয়া জীবনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান খাঁন। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক যথাক্রমে আলমগীর হোসেন, সহ-সভাপতি প্রধান শিক্ষক হারুনুর রশীদ খান, মিষ্টি বিতরণ করেন প্রধান শিক্ষক ফয়জুন্নেসা সীমা। উপস্থিত ছিলেন মহিলা সম্পাদিকা প্রশি মো. মনোয়ারা বেগম, মোসা. নাইমা আক্তার, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মো. আবু মুছা, সহ-সম্পাদক প্রধান শিক্ষক আলী আহাম্মদ, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, প্রধান শিক্ষক বাবুল আলম, প্রধান শিক্ষক আবদুল বাতেন, প্রধান শিক্ষক পারুল আক্তার, প্রধান শিক্ষক সেলিনা আক্তার, প্রধান শিক্ষক জ্যোস্না আক্তার, প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, সুধির বাবু, রেহেনা বেগম, শিরিন আক্তার রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ। পরে দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মো. আবদুল কাদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com