বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

১৫ জানুয়ারি পটিয়ায় আমির ভান্ডার ওরশ শরীফ

আ ন ম সেলিম (পটিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১৫ জানুয়ারী রবিবার মহা সমারোহে অনুষ্টিত হবে। প্রতি বছর দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েক লক্ষ ভক্ত অনুরক্তের সমাগম হয়। শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ওরশ শরীফ উদযাপনে কমিটি গঠনের পাশপাশি প্রশাসনের কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আমির ভান্ডার সংসদের উদ্যোগে পবিত্র ওরশ শরীফ সফলের লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আমির ভান্ডার সংসদের সভাপতি আলহাজ্ব শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ আমিরী।এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, বক্তব্য রাখেন শাহসূফি মামুন রশীদ শাহ আমিরী, আমির ভান্ডার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিন, কাউন্সিলর ও ওরশ পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, আমির হোসেন ম্যানেজার, প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, শাহসূফি কানুন রশীদ শাহ আমিরী, সৈয়দ সিরাজুল মোস্তফা শাহ আমিরী, আলহাজ্ব শাহজাদা সৈয়দ মুহাম্মদ মে’রাজুল আলম শাহ্ আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ সিরাজুল মোস্তফা শাহ্ আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আরিফুজ্জমান শাহ্ আমিরী,শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ আমির হোসাইন শাহ্ আমিরী,শাহজাদা সৈয়দ মুহাম্মদ খলিলুজ্জমান (শিবলু) শাহ্ আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ একরামুল হক শাহ্ আমিরী, শাহজানা মৌলানা সৈয়দ মুহাম্মদ ফানাফিল্লাহ শাহ্ আমিরী (জামান), শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ নাঈমুল মোস্তফা শাহ্ আমিরী, শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ মহিউদ্দীন শাহ্ আমিরী, আলহাজ্ব শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোরশেদুজ্জমান শাহ্ আমিরী, শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ মোজাম্মেল হক শাহ্ আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোতাহেরুল হক শাহ্ (আরমান) আমিরী, শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দীন শাহ্ আমিরী, শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জমান শাহ্ আমিরী, শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ মুনতাসির আলম শাহ্ আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আসাদুজ্জমান শাহ্ (তানিম) আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ কামাল হোসাইন শাহ্ আমিরী শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ আছরার-এ-আমির শাহ্ আমিরী, শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ আহসানুল হক শাহ্ আমিরী। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে,ওরশ শরীফ উপলক্ষে ডিজে পাটি, যত্রতত্র ভ্রাম্যমান দোকান, জুয়া, কেসিনো ও গরু মহিষ নিয়ে আপত্তিকর কোন আচরণ করা যাবে না। ওরশের দিন অর্থাৎ ১৫ জানুয়ারী বিকাল ৫ টার মধ্যে ভক্ত অনুরক্তদের কে হাদিয়া নজরানা নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়। শান্তি শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আনসার, পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com