বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

বামনায় স্কুলছাত্র রহিম হত্যার মামলার প্রধান আসামী সহপাঠী বন্ধু রুবেল চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

জহিরুল আলম রুমি (বামনা) বরগুনা :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বরগুনার বামনা উপজেলার দক্ষিণ গুদিঘাটা গ্রামের আঃ রহিম ওরফে আলাউদ্দিন হত্যা মামলার মূল হত্যাকারী মোঃ রুবেল হাওলাদার(১৭)কে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। রুবেল দক্ষিণ গুদিঘাটা গ্রামের মোঃ খলিল হাওলাদারের ছেলে ও মাদারতলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণী ছাত্র। পুলিশ জানায় আলাউদ্দিন ও রুবেল পরষ্পর বন্ধু। রুবেল তার স্বীকারোক্তিতে জানায় আমি চট্রগ্রামের একটি মেয়েকে ভালেবাসি তার সাথে মোবাইলে কথা বলার জন্য আমার একটি মোবাইল দরকার। আমার বাবা একজন জেলে। আমার পক্ষে মোবাইল কেনার কোন সামর্থ না থাকায়। আমি আলাউদ্দিনের হাতের মোবাইলটি পছন্দ করি এবং ওকে হত্যা করে মোবাইলটি নিবো বলে পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী বন্ধু আলাউদ্দিনকে নিয়ে চলাভাঙ্গা দরবার শরীফে আসি এবং ওকে একটি চায়ের দোকানে নিয়ে চা খাওয়াই। চা খাওয়ার শেষে ওকে দরবার শরীফের পিছনে ধান খেতে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করি। হত্যা করে আলাউদ্দিনের মোবাইল নিয়ে প্রেমিকার সাথে দেখা করার জন্য চট্রগ্রামে চলে যায়। বামনা থানাপুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারী সনাক্ত করে তাকে চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে গেপ্তার করেন। মঙ্গলবার(১০ জানুয়ারী) সকালে হত্যাকারী রুবেলকে বামনা থানাপুলিশ ১৬৪ ধারার জবান বন্দী রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতের বিচারকের নিকট পাঠায়। জানাগেছে, গত ২৪ ডিসেম্বর সকাল ১১টায় বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাংগা দরবার শরীফের পিছনের ধানক্ষেত থেকে উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আ.রহিম ওরফে আলাউদ্দিন নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস লাগনো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতে নিহতের মা রোজিনা বেগম অজ্ঞাতনামা আসামী করে বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বামনা থানাপুলিশ মুল হত্যাকারী সনাক্ত করে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম জানান, আলাউদ্দিনের ব্যবহৃত মোবাইলের সূত্র ধরে হত্যাকারী রুবেলকে চট্টগ্রাম থেকে মোবাইল সহ গ্রেপ্তার করি। প্রাথমিক ভাবে রুবেল আমাদের কাছে হত্যার কথা স্বীকার করেছে। রুবেলের ১৬৪ ধারার জবান বন্দী রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে নিকট পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com