করোনা ভাইরাস সংকটে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার প্রয়াসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। মরণব্যাধি করোনাভাইরাস প্রতিরোধে কার্যকরী এ সকল চিকিৎসা সামগ্রী ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা -২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ বেনজির আহমদ এর কাছে গত মঙ্গলবার বাংলাদেশ আওয়ামীলীগ এবং এান ও সমাজ কল্যাণ কমিটির পক্ষে ডাঃ নন্দলাল সূএধর হস্তান্তর করেন। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ জন্য অন্যান্য চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে বিশেষ সুবিধাসম্পন্ন উন্নতমানের অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসকদের ব্যবহারের জন্য উন্নতমানের পিপিই, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, রোগীদের ব্যবহারের জন্য উন্নতমানের এন্টিসেপটিক সাবানসহ হাত ও মুখ পরিস্কারের জন্য নানাবিধ সামগ্রী তুলে দেওয়া হয়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা হাতে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ। আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ্এ্যাঃ আবুল কাশেম রতন, ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: সামিউল হক, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও এমপি সাহেবের পিএস মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।ডাঃ নন্দলাল তার বক্তবে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান।