দিবো রক্ত, বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করবো রক্ত দান” নরসিংদীর রায়পুরায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোহেল স্মৃতি ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। (১২ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টায় রায়পুরা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, প্রেসার মাপা এ ধরনের সেবাদান করা হয়। এসময় রায়পুরা পৌর এলাকার তুলাতুলি গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মহব্বত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন সেলফটেক মার্কেটিং লিমিটেড এর চেয়ারম্যান মুহাম্মদ ইকবাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর, রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাসিব আহমেদ (জাকির) রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান, রায়পুরা কলেজ সহকারি শিক্ষিকা শামীমা আক্তার শিমু, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন, তারুন্য সমাজ কল্যান সংস্থার নেতৃবৃন্দ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।