প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস-চেয়ারম্যান মাসুমা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ প্রমুখ। পরে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।