চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন চুয়েটের অগ্রযাত্রা ও বিশ্বব্যাপী যে সুনাম কুড়িয়েছে তার অন্যতম ভূমিকা রাখেন সাংবাদিকরা। ভবিষ্যতেও চুয়েটের সুনাম ধরে রাখতে সাংবাদিকরা পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ১৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় চুয়েটে ভিসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চুয়েটের উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, ভিসি অফিসের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দীন মিঞাজি, সহ-সাধারণ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, আইন বিষয়ক সম্পাদক এ. কে বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী, সদস্য নুর মুহাম্মদ, কবি ছড়াকার এস.এম শামশুদ্দিন সুমন প্রমুখ। সভা শেষে রাউজান প্রেসক্লাবের কর্মকর্তারা ভিসির হাতে সংগঠনের প্রকাশিত বর্ষপঞ্জিকা তুলে দেন।