মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

বাগ ধরলেই পুরস্কার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

সফটওয়্যার পণ্যের ত্রুটি (বাগ) খুঁজে দিতে পারলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। এসব সফটওয়্যার পণ্যের মধ্যে রয়েছে ‘মাইক্রোসফট ৩৬৫’, ‘ডায়নামিক্স ৩৬৫’ এবং ‘পাওয়ার প্ল্যাটফর্ম’। বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টার।
মাইক্রোসফট জানিয়েছে, সংশ্নিষ্ট সফটওয়্যারগুলোতে যেকোনো ধরনের ত্রুটি শনাক্ত করতে পারলেই ২০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেয়া হবে। তবে উচ্চঝুঁকি আছে এমন কোনো ত্রুটি যদি শনাক্ত হয় তবে পুরস্কারের অর্থ আরও বাড়তে পারে। মূলত সাইবার হামলা থেকে নিজেদের পণ্যকে সর্বোচ্চ ঝুঁকিমুক্ত রাখতে এ ধরনের বাগ বাউন্টি (ত্রুটি শনাক্তকরণ) প্রোগ্রাম নিয়ে থাকে মাইক্রোসফট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com