পটিয়ায় খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে করোনা বিস্তার রোধকল্পে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের সুরক্ষার নিমিত্তে মাস্ক বিতরণ এবং উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী (বৃহস্পতিবার) বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুর নাহার জালাল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুল আলম প্রমূখ। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ আইয়ুব বাবুল বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সর্বপ্রথম শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। ঠিকমত লেখাপড়া করে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। কিছুদিন পূর্বে পটিয়া পৌরসভার একজন ছাত্রী প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালী যুক্ত হয়ে পটিয়াবাসীকে সন্মানিত করেছেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। খাবারের আগে সবাইকে সাবান দিয়ে ভাল করে হাত ধৌত করতে হবে। অনলাইনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। ঘরে বসে বিদ্যুৎ, গ্যাস, বিকাশ, নগদ, শিউর ক্যাশ ইত্যাদি মাধ্যমে আর্থিক লেনদেন, মোবাইলে উপবৃত্তির টাকা প্রদান ইত্যাদি ডিজিটাল বাংলাদেশের অন্যতম সুফল। অভিভাবকদের উদ্দেশ্য করে মেয়র বলেন ইসলামে মহিলাদের অনেক অধিকার দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সংসদের সরকার দলীয় উপনেতা,শিক্ষামন্ত্রী সহ বড় বড় স্হানে মহিলারা নেতৃত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য কাজ করছেন। তিনি দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ দিয়েছেন। শেখ হাসিনা সরকার মেয়েদের বিনামূল্যে বই বিতরন, বিনা বেতনে পড়ালেখার সুযোগ ও উপবৃত্তির ব্যাবস্হা করেছেন।বয়স্ক ভাতা, মহিলাদের গর্ভকালীন ভাতা,বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা অব্যাহতভাবে দিয়ে যাচ্ছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্তার সৃষ্টি হয়েছে। এর প্রভাব কমবেশি বাংলাদেশেও পড়েছে। যার কারনে সরকার বিনামূল্যে ভিজিডি, ভিজিএফ, ভর্তুকিমূল্যে ওএমএস, টিসিবি ও ১০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম চালু করেছে। তিনি পটিয়া পৌরসভায় একটি দৃষ্টিনন্দন শিক্ষা কমপ্লেক্স তৈরি করায় কেডিএস গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।