সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

একরামুল হক মুন্সী (চিতলমারী) বাগেরহাট :
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও সম্মানহানিকর অভিযোগ এবং সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ০১ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১টায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোককুমার বড়াল তার নিজ কার্যালয়ে এ সংবাদিক সম্মেলন করেন। তিনি তার লিখিত বক্তব্যে সংবাদিকদের জানান, দেশের উন্নয়ন ¯্রােতধারায় এগিয়ে চলা নৌকার একজন সাধারন মাঝিরমত বৈঠা ধরে সকলের সহযোগিতায় আমি চিতলমারী উপজেলাকে এগিয়ে নেয়ার চেষ্টা করে চলেছি। তদুপরি আমাদের পারিবারিক ইতিহাস, ঐতিহ্য সম্পর্কেও আপনারা অবগত আছেন। অত্যন্ত দুঃখের বিষয়যে, আমার ও আমার পরিবারের সুনাম ক্ষুন্নের মানষে এবং সমাজে হেয় প্রতিপন্ন করতে গত ৩০ ও ৩১ জানুয়ারী-২০২৩ প্রিন্ট পত্রিকা এবং অনলাইন পোল্টালে ৬নং চরবানিয়ারী ইউপির (৪,৫,৬ নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা সদস্য কবিতা রানাকে জুতা পেটা করা ও অনৈতিক প্রস্তাব বিষয়ে সম্মান হানিকর অভিযোগের খবর সমুহ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি আদৌ সত্যনয়। ইহা মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন, অমুলক এবং উদ্দেশ্য প্রনোদিত। তার অভিযোগে উল্লেখিত ২৩/০১/২০২৩ তারিখ সকাল ১১টায় যে ঘটনার অভিযোগ আনায়ন করা হয়েছে, উক্ত সময় উপ-পরিচালক, স্থানীয় সরকার, বাগেরহাট মোঃ শাহীনুজ্জামান চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করছিলেন। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা সহ উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল নিজেই সেখানে উপস্থিত ছিলেন। যে বিষয়টি উপ-পরিচালক মোঃ শাহীনুজ্জামান তার পরিদর্শন বিবরনীতে উল্লেখ করেছেন। ফলে প্রতিপক্ষরা তার সামাজিক, রাজনৈতিক, পারিবারিক মর্যাদা ধুলোয় মিশিয়ে দিতে ওই ষড়যন্ত্র করেছে বলে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি উক্ত সংবাদ ও অভিযোগের তীব্রনিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com