বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

দাউদকান্দিতে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্মরণে শিক্ষা বৃত্তি প্রদান

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নের জামাল কান্দিতে শহীদ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্মরণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার পহেলা ফেব্রুয়ারি সকালে জামাল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্মরণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামাল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মহসিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার এপিবিয়েন ষোল এর অধিনায়ক, অতিরিক্ত উপ ইন্সপেক্টর জেনারেল হাসান বারী নূর (চঞ্চল)। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সমাজ সেবক ও প্রবাসী শমসের রহমান, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলেখা আক্তার,সমাজ সেবক ও প্রবাসী জিল্লুর রহমান বাদল, এডভোকেট ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার এপিবিয়েন ষোল এর অধিনায়ক অতিরিক্ত উপ ইন্সপেক্টর জেনারেল হাসান বারী নূর (চঞ্চল) বলেন,মুক্তিযোদ্ধারা আমাদেরকে স্বাধীন ও সার্বভৌম দেশ দিয়েছে। মুক্তিযোদ্ধাদের রিন কখনো শোধ হবার নয়, তাদের অবধান অস্বীকার করার সুযোগ নেই। এসময় আগত অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের সন্তানকে সুশিক্ষিত করতে, তাদের কাছ থেকে মোবাইল ফোন দুরে রাখতে হবে। কেননা মোবাইল ফোনে আসক্ত হলে কোমলমতি শিক্ষার্থীরা অল্প বয়সেই ঝরে যায়। তাই এই বিষয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। বৃত্তি প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামাল কান্দি ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম, সহকারী শিক্ষক ফজলুল হক ইউপি সদস্য সোয়াইব মিয়া, বিদ্যোৎসাহী শরীফ মিয়া, ঝাউতুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন, জুরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান। জামাল কান্দি গ্রামের কাওসার খান, কাজী ইকবাল, শাহআলম মোল্লা, মোঃ সুমন ও মাওলানা মজিবুর রহমানের সার্বিক সহযোগিতায়, শহীদ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান স্মৃতি বৃত্তি প্রাপ্ত ১৯জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং অত্র বিদ্যালয় সহ ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় সাম্প্রতিক বছরে হত্যাকান্ডের শিকার মরহুম ফারুক মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com