সোমবার, ২০ মে ২০২৪, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : ফারুক জাতীয়করণের দাবীতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আগামী ৫ জুন অবস্থান কর্মসূচী রাষ্ট্রপতির সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সাক্ষাৎ শূন্যের মধ্যে আর্থিক খাত, যেকোনো সময় ক্র্যাশল্যান্ডিং হতে পারে: রিজভী বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আবু আশফাক কারাগারে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত: রাইসি ছাড়াও নিহত হলেন যারা ফের বাড়ছে করোনা সংক্রমণ, এক সপ্তাহে সিঙ্গাপুরে আক্রান্ত ২৫,৯০০ সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তাকে দূর্নীতিবাজ, ঘুষখোর আখ্যা দিয়ে তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ‘কোটালীপাড়ার সর্বস্তরের সেবাবঞ্চিত জনগণ’ এর ব্যানারে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নিজেদেরকে সেবাবঞ্চিত দাবি করে হাফিজুর রহমান হাজরা, শাহীন শেখ, আসিকুর রহমান, শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এ মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা ডা. নন্দা সেন গুপ্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানায়। হাফিজুর রহমান হাজরা বলেন, ডা. নন্দা সেন গুপ্তা একজন ঘুষখোর, দূর্নীতিবাজ কর্মকর্তা। তার দূর্নীতির কারণে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে ঢাকার পাবলিক হেলথ এন্ড হসপিটাল এডমিনিস্ট্রেশন, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) সহকারী অধ্যাপক হিসেবে বদলি করা হয়। এই বদলির আদেশে তাকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বদলিকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে। কিন্তু তিনি বদলিকৃত স্থানে যোগদান না করে এখনো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস করছেন। তাই আমরা তার এই বদলির আদেশ দ্রুত বাস্তবায়ন চাই। ডা. নন্দা সেন গুপ্তা বলেন, আমার বিরুদ্ধে দূর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা। আমাকে বদলি করা হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমি এখনো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com