বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

নান্দাইলে শেরপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতি ও কুইজ প্রতিযোগিতা

আল-আমিন কাজল (নান্দাইল) ময়মনসিংহ :
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহের নান্দাইলে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার), সকাল ১০ ঘটিকায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: মনিরুল আলম এর সভাপতিত্বে শেরপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচাইকৃত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিতব্য ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্ নেছা। ২০টি ইভেন্টে ক্রীড়া সম্পন্ন হওয়ার পর শুরু হয় ছড়া, আবৃতি, কুইজ, চিত্রাঙ্কন, নৃত্য, সুন্দর হাতের লেখা ও গানের প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ১০নং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া, ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আমিনুল ইসলাম ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল। এছাড়া উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক খবরপত্র পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি ও শেরপুর (দ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আল- আমিন কাজল, শেরপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা রায়হানা, পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুন আমীন, শেরপুর (দ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা ধর সহ ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী সহ কয়েক হাজার দর্শক। অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শেষ বিকেলে প্রানবন্ত উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com