জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত ৩ নং আয়মা রসুলপুর ইউনিয়ানের কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা এবার আলিম পরীক্ষার ফলাফল জেলায় শীর্ষে। অবকাঠামো ও দৈনতার মাঝে পাবলিক পরীক্ষার ফলাফলে সীমান্ত ঘেসা এলাকায় গড়ে ওঠা কড়িয়া মাদ্রাসা ২০২২ সালের আলিম পরীক্ষার ফলাফল বিবেচনায় জেলায় শীর্ষে। এবার আলিম পরীক্ষায় মাদ্রাসা থেকে ৪৬ জন অংশগ্রহন করে ৪৬ জনই পাস করে। এর মধ্যে জি পি এ ৫ পেয়েছে ১২ জন। ২০২১ সালে দাখিল পরীক্ষাতে ও জেলার শীর্ষে ছিল এ প্রতিষ্ঠানটি। অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান জানান শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পূর্বে নির্মিত ভবনের কক্ষ সমহে খুবই কষ্ট ও গাদাগদি করে ছাত্র ছাত্রীদের বসতে হয়। কয়েক বছর আগে একটি ভবনের পেছনে ফাঁটাল সৃষ্টি হয়েছে। ফলে দুইটি কক্ষ পরিতাক্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন থেকে। কক্ষগুলি সংস্কারের একান্ত প্রয়োজন। এত সম্যসার মাঝেও সকল শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টায় শিক্ষার মান ও ভালো ফলাফল অব্যহত আছে। নতুন অবকাঠামো হলে শিক্ষার মান জেলা ছাড়িয়ে দেশের আরো সুনামধন্য প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগীতা করতে পারবে বলে অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান আশাবাদ ব্যক্ত করেন। জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি ও আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলম বেনু বলেন ২০২২ সালের আলিম পরীক্ষার ফলাফল শতভাগ অর্জন করাই প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের কে আন্তরিক অভিনন্দন জানাই।