বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

ফটিকছড়িতে হিন্দু জাগো পরিষদ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরের সমাজবিরোধী গোষ্টির সদস্য বিধান ভট্টাচার্য কর্তৃক হিন্দু জাগো পরিষদের সাধারন সম্পাদক, সমাজহিতৈষী বাসব কুমার দেব ও টিকলু দেবের বিরুদ্ধে মানহানি ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে কাঞ্চননগরের তেমুহনি বাজারে জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডা. রঞ্জিত বরণ দাস এর সভাপতিত্বে ও কাঞ্চনাথ মন্দিরের সহ অর্থ সম্পাদক বাবু কান্তি দের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জগন্নাত মদিরের সহ সভাপতি জগদিস মহাজন, বৈরাগি ঠাকুর মন্দিরের সভাপতি ডাঃ মৃদুল মহাজন, কাঞ্চনাথ মন্দিরের সহ সভাপতি দীলিপ দে, আশীষ মহাজন, মিলন দে, হিন্দু জাগো পরিষদের সিনিয়র সহ সভাপতি বিকাশ দে, সহ সভাপতি বিপ্লব সিকদার, চন্দন দে, সাংগঠনিক সম্পাদক রাজিব নাথ, শিল্পী দে প্রমুখ। মানবন্ধনে এলাকার নারী-পুরুষ ও শিক্ষার্থীরাও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধন বক্তারা গীতা শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দেয়ার জন্য গীতা শিক্ষক বাসব কুমার দেব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সে গীতা শিক্ষাকে স্তবির করার লক্ষ্যে একটি কু-চক্রি মহল তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সার্বজনীন একটি শ্বশানকে কেন্দ্র করে বাসব কুমার দেবের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমুলক মামলা রুজু করেছে। তারা প্রতিবাদ সভা থেকে মানহানি ও হয়রানির উদ্দেশ্য দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার দাবী এবং অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরোও কঠোর আন্দোলন দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল তেমুহনী বাজার প্রদক্ষিন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com