বাংলাদেশ ক্রিকেটের একখণ্ড সূর্য বলা হয় সাকিব আল হাসানকে। যেই সূর্যের আলো দেশের সীমানা প্রাচীর ভেঙে ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে। যার বাঁ হাতের কারুকার্যে মুগ্ধ না হয়ে কে থাকতে পারে? মুগ্ধ না হয়ে থাকতে পারেননি জর্জ লিন্ডেও। দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার সাকিবের প্রেমে বেশ ভালোই মজে আছেন, সাকিবকে তিনি হৃদয়ে ধারণ করেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এই মুহূর্তে বাংলাদেশে আছেন প্রোটিয়া এই অলরাউন্ডার। এবারই প্রথম বাংলাদেশে এসেছেন তিনি। তাকে চুক্তিবদ্ধ করেছে সিলেট স্ট্রাইকার্স। বিপক্ষ দলে খেললেও ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসায় প মুখ লিন্ডে। কোয়ালিফায়ার ম্যাচে নামার আগে গণমাধ্যমের সামনে বেশ উচ্ছ্বসিত প্রশংসায় ভাসালেন সাকিবকে।
সাকিবের প্রশংসা করে লিন্ডে বলেন, ‘আমি সব সময় সাকিব আল হাসানকে ভালোবাসি। আমি তাকে দেখে বড় হয়েছি। সে আমার প্রিয়।’ আর বিপিএল নিয়েও বেশ ভালো ধারণা লিন্ডের। তিনি বলেন, ‘সত্যি বলতে এই লিগ দেখে খুবই পছন্দ হয়েছে আমার। দেখে মনে হচ্ছে খুবই কঠিন।’
এমন সময় সাকিব আল হাসানের সাথে দেখা হলে কি করবেন? এমন প্রশ্ন তার সামনে রাখা হলে লিন্ডে জানান, ‘জানি না অনেক কিছু বলার আছে কিনা। সত্যি বলতে আমি শুধু তার মস্তিষ্কটা নিতে চাই। আমি মনে করি সাকিবের মস্তিষ্কটা আমার দরকার, আমরা ক্রিকেটে যেহেতু একই ভূমিকা পালন করি।’