বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

পাকিস্তানে পৌঁছেছেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

একদিন আগেই অভাবনীয়ভাবে বিপিএল থেকে ছিটকে যায় সাকিব আল হাসানের দল। এরপর শোনা যাচ্ছিল স্ত্রী-সন্তানদের সান্নিধ্য পেতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব। তবে হঠাৎ গত রাতে খবর আসে যুক্তরাষ্ট্রে নয়, পাকিস্তান যাচ্ছেন সাকিব; পিএসএল খেলতে। শেষ খবর হলো, পাকিস্তানে পৌঁছেছেন সাকিব, যোগ দিয়েছেন তার দল পেশোয়ার জালমির সাথে।
একদিন আগেও সাকিব ব্যস্ত ছিলেন বিপিএলে। দারুণ একটা মৌসুম পার করছিলেন তিনি। ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করছিলেন এই অলরাউন্ডার। তবে রংপুরের কাছে এলিমিনেটরে হেরে আসর থেকে বিদায় নেয় ফরচুন বরিশাল। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে হারের বৃত্তে আটকে যায় কীর্তনখোলা পাড়ের দলটি। যার দায় অনেকটা সাকিব আল হাসানের উপর বর্তায় সমর্থকেরা। সাকিব নিজেও বিষয়টা অনুধাবন করতে পারেন, ফলে ম্যাচ শেষে বেশ হতাশাগ্রস্তও দেখা যায় তাকে। মানসিক এমন অবসাদ থেকে বেরিয়ে আসতে সাকিব ছুটে যেতে পারেন যুক্তরাষ্ট্রে, এমনটাই গুঞ্জন বেরিয়েছিলো সংবাদমাধ্যমে। তবে স্ত্রী- সন্তানদের কাছে নয়, শেষ পর্যন্ত সাকিব যান পাকিস্তানে; পিএসএল খেলতে। দুর্দান্ত ফর্ম নিয়ে পিএসএলে গেলেন সাকিব। সদ্য শেষ বিপিএলে ১১ ইনিংসে ৪১.৬৭ গড়ে ৩৭৫ রান করেন সাকিব। স্ট্রাইকরেট ১৭৪.৪২,: ছক্কা মেরেছেন ২২টি। ছিল ৬.৫৯ ইকোনমিতে ১০টি উইকেটও। এমন পারফরম্যান্স নিয়ে সাকিব আছেন বিপিএলের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হবার দৌড়েও। সব কিছু ঠিক থাকলে আজ রাতেই হয়তো মাঠে নামবেন সাকিব। অবশ্য পুরো আসরে সাকিবের সার্ভিস পাবে না তার দল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ২৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। সর্বমোট পাঁচটি ম্যাচে পেশোয়ারের একাদশে দেখা যেতে পারে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। পিএসএলে সাকিব খেলবেন বাবর আজম, ওয়াহাব রিয়াজ, টিম ক্যাডমোরদের সাথে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com