দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় যারিফ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কানায় কানায় ভর্তি বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় মন্থন একাদশ আদর্শ টিমকে হারিয়ে গাজীপুর আদর্শ একাদশ টিম চ্যাম্পিয়ন হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী, নূর-এ-আলম ভূইয়া বুলু এবং প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব। এসময় আরও উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রধান, আলমগীর হোসেন মোল্লা, আসলাম মিয়াজী, মঈন উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নোমান মিয়া এবং সাবেক চেয়ারম্যান মাসুদ আলম প্রমুখ। পরে প্রধান অতিথি খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।