সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ওমর ফারুক (শাহজাদপুর) সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে নকল সহ হাতেনাতে ধরা পড়ার পর শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যাচারে লিপ্ত রয়েছে নকল ধরা পড়া শিক্ষার্থী সানজিদা আক্তার। তারই মিথ্যাচারের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত পরীক্ষায় নকলের দায়ে অভিযুক্ত বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার ভিত্তিহীন, মিথ্যা বানোয়াট মানহানিকর, ষড়যন্ত্রমুলক অপপ্রচার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলা বিভাগের সহকারী প্রক্টর ফকরুল ইসলামের সম্মানহানির প্রতিবাদে বুধবার দুপুরে মানববন্ধন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আরেফিন হক মোহনা, আফসানা মিমি আইভি, মাহমুদা আক্তার, জান্নাতুল ফেরদৌস জুই, সাদ বিন শফি, আকাশ প্রমুখ। মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থী সানজিদা আক্তার ১৭ নভেম্বর পরীক্ষা চলাকালীন সময়ে নকলসহ হাতেনাতে ধরা পরে। সে অপরাধের বিচার এখনো চলমান। এ বিচারকে বাধাগ্রস্ত করতেই শিক্ষার্থী সানজিদা আক্তার একজন সম্মানিত শিক্ষকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, ভিত্তিহীন অভিযোগ এনে শিক্ষক, সহকারী প্রক্টর ফকরুল ইসলামের মানহানী করার চেস্টা করছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com