চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গত ১ মার্চ ২০২৩। এ পরীক্ষায় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের অংশগ্রহণকৃত ১২ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জনশিক্ষার্থী ট্যালেন্টপুলেবৃত্তি পেয়েছে। কৃতি শিক্ষার্থীদেরকে তাদের এই অসাধারণ সাফল্য অর্জনের জন্য গতকাল ২ মার্চ, ২০২৩, বৃহস্পতিবার সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান লায়ন ড. মোঃ আবদুল হালিম পাটোয়ারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের সম্মানিত পরিচালক মরিয়ম আক্তার পারভীন, অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল এবং বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের সাথে শিক্ষকবৃন্দও আনন্দ উদযাপনকরেন। অনেকের সঙ্গেই অভিভাবক এসেছেন। শিক্ষার্থীরা ছবি তুলে, কেক কেটে ও মিষ্টি বিতরণ করে দিনটি উদযাপন করেন।